হবিগঞ্জে ৬৪ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে পাচারকালে ৬৪ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় পাচারে ব্যবহৃত পিকআপভ্যানসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় তেলিয়াপাড়া থেকে এসব চাল জব্দ করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বহরা ইউনিয়নের মনতলা গ্রামে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল বুধবার চন্ডি চা বাগানে পাচার করা হচ্ছিল।

একটি পিকআপ ভ্যানযোগে এসব চাল নিয়ে যাওয়ার সময় তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ আটক করে। এ সময় পিকআপ চালক আফজলপুর গ্রামের মারুফ মিয়া ও হেলপার একই গ্রামের শাহ আলমকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল পাচারকারীদের বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।