সালিশ বৈঠকে হামলা, আহত ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ২০ এপ্রিল ২০১৮

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ মিমাংসার সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ সভাপতি ও প্যানেল চেয়ারম্যানসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের রামসিং গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, সাইফুল ইসলাম রনির সঙ্গে আওলাদ হোসেন ও মোয়াজ্জেম হোসেনের জোত সম্পত্তির (এজমালী সম্পত্তি) ভাগ বাটোয়ারা নিয়ে বড় বাড়িতে সালিশ বৈঠকের ব্যাবস্থা করা হয়। বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষ কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এ সময় আওলাদ গংয়ের লোকজন রনির লোকজনদের উপর ইটপাটকেলের ছোড়ে এবং মারধর শুরু করে।

এতে বীর মুক্তিযোদ্ধা মৃত এসএম নুরুজ্জামান খোকার ছেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদর উপজেলার সাধারণ সম্পাদক ও বজ্রযোগিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রনি, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনিরুজ্জামান নান্নু, স্থানীয় মৃত আনোয়ার আলীর ছেলে মেহেদী হাসান মাকসুদ (৪৫), মৃত হাজী মো. রহিম হোসেনের ছেলে আমির হোসেন হাওলাদার (৫৫), কাকলি (২৫) ও ফরিদা (৩২) আহত হন।

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে জানা যায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় হামলা হয়। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইফতেখার ইরফান জানান, আহতদের ধারালো কিছু দিয়ে আঘাত করে জখম করা হয়েছে। আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।