আগামীতেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ২১ এপ্রিল ২০১৮

দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। কমনওয়েলথ সম্মেলনে বিশ্বের ১০০ প্রভাবশালীর নেতার কাতারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করা হয়েছে। এ সম্মান ও মর্যাদা ধরে রাখতে হলে আগামী নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে অত্যন্ত সাহসিকতার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলা করে বিশ্বনন্দিত নেত্রীর মর্যাদায় আসীন হয়েছেন। তিনি মাদার অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। রোহিঙ্গা সমস্যা মোকাবেলার জন্য কমনওয়েলথ সম্মেলনেও তাকে বিশ্ব নেতৃবৃন্দ মর্যাদা দিয়েছেন।

প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ শহরের উপকণ্ঠে শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছে। গণপূর্ত অধিদপ্তর নির্মাণকাজ বাস্তবায়ন করছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন ও মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পাল প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।