নদীতে বস্তায় ভরা নারীর মস্তকবিহীন মরদেহ
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় বস্তায় ভরা অজ্ঞাত এক নারীর মন্তকবিহীন মরদহে উদ্ধার করেছে পুলশি। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজলোর নয়নপুর এলাকার তিতাস নদী থেকে মরদহেটি উদ্ধার করা হয়। মাথা না থাকায় মরদহেটি কার সেটি শনাক্ত করা যাচ্ছে না। নিহতের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে হবে বলে ধারণা করছে পুলশি।
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডলে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জয়িাউল হক জাগো নিউজকে জানান, দুপুরে নয়নপুর এলাকায় তিতাস নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে এর ভেতর থেকে মস্তকবিহীন এক নারীর মরদেহ পায়।
তিনি জানান, নিহতের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদহে ময়নাতদন্তরে জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজিজুল সঞ্চয়/আরএ/পিআর