বরগুনার পৌনে ২ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২৩ এপ্রিল ২০১৮

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী খালে ৮৫ লাখ চিংড়ির রেণু অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ রেণু পোনা অবমুক্ত করেন।

এর আগে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৫ লাখ চিংড়ির রেণু জব্দ করে র‌্যাব কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ।

জব্দ এসব রেণুর বাজার মূল্য ধরা হয় পৌনে দুই কোটি টাকা। অবৈধ এ রেণু ব্যবসার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি অভিযানে অংশ নেয়া র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাহবুবুল আলম শাকিল ও র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ডিএডি দেলোয়ার হোসেন জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যৌথ অভিযানে চরদুয়ানী বাজার থেকে ৩৬টি আড়ৎ তল্লাশি করে ৯৭টি পাতিলভর্তি প্রায় ৮৫ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, ৮৫ লাখ চিংড়ির রেণু পোনা চরদুয়ানী খালে অবমুক্ত করা হয়েছে এবং পোনার সঙ্গে জব্দ করা ৯৭টি পাতিল ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।