কেন্দ্রে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৫ এপ্রিল ২০১৮

পূর্ব শত্রুতার জের ধরে বরগুনার আমতলীতে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঢুকে রেদওয়ান নামের এক পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টায় আমতলীর বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাঈম (২৫) আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের বসিন্দা মো. মনিরুল ইসলাম টুকুর ছেলে।

প্রতক্ষদর্শীরা জানান, আমতলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. রেদোয়ান হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে সকাল সাড়ে ৯টার দিকে বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রে প্রবেশ করে। এর ১০ মিনিট পরই স্থানীয় বখাটে নাইম ওই কেন্দ্রে প্রবেশ করে রেদোয়ানকে মারধর করে চলে যায়।

এ বিষয়ে আমতলী বকুলনেছা মহিলা কলেজ কেন্দ্রর সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ জানান, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে মারধরের খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাঈমকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।