শায়েস্তাগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নসরতপুরে সিএনজিচালিত অটোরিকশার শ্রমিক ও পুলিশের সংঘর্ষে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার সিএনজি সংগঠনের শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কে আন্দোলনে নামে। এ সময় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শায়েস্তাগঞ্জ থানার ওসিসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল করায় বৃহস্পতিবার ৫টি গাড়ি আটক করে পুলিশ। পরে সিএনজি শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে সিএনজিগুলো ছেড়ে দেয়ার জন্য দাবি করা হয়। সিএনজি ছেড়ে না দেয়ায় শুক্রবার সকালে শ্রমিকরা নসরতপুর মোড়ে মহাসড়কে অবরোধ করলে পুলিশ বারণ করে। এর জের ধরে শ্রমিকরা পুলিশের উপর হামলা করে।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।