গজারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১:২০ পিএম, ২৭ এপ্রিল ২০১৮

মুন্সীগঞ্জের গজারিয়ায় পানিতে ডুবে দুই শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার করিমখাঁ গ্রামের একটি পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুশরাত (৪) উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের হাফেজ আহমদের মেয়ে। অপরজন হাফসা (৪) একই গ্রামের মোবারক হোসেনের মেয়ে। উভয় প্রতিবেশী।

তাদের স্বজনরা জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে পুকুরে একজনের মরদেহ ভাসতে দেখা যায়।

তারা আরও জানান, পুকুরে খোঁজাখুঁজি এক পর্যায়ে অপর শিশুর মরদেহ উদ্ধার করে দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার সুলতানা জানান, শিশু দুটিকে মৃত অবস্থাতেই হাসপাতাল নিয়ে আসা হয়। ওদের বয়স ৪ থেকে সাড়ে ৪ হবে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।