গজারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৮ এপ্রিল ২০১৮
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার করিমখাঁ গ্রামের একটি পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুশরাত (৪) উপজেলার ইমামপুর ইউনিয়নের করমিখাঁ গ্রামের হাফেজ আহমদের মেয়ে ও হাফসা (৪) একই গ্রামের মোবারক হোসেনের মেয়ে।

নিহতদের স্বজনরা জানান, শুক্রবার বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয় তারা। পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে একজনকে ভাসতে দেখা যায়। পরে খোঁজাখুঁজি করে অপর শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।