মাধবপুরে নারীসহ ৪ মাদক পাচারকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে ১৩২ বোতল ফেনসিডিলসহ চার মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কাশিমনগর সমজদিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর উত্তরপাড়ার ফরিদ মিয়া (৩২), তার স্ত্রী আশা বেগম (২৫), একই উপজেলার কমলপুর গ্রামের ফজলু মিয়ার স্ত্রী অনুফা বেগম (৩৮) ও একই গ্রামের আম্বর আলীর স্ত্রী শান্তি বেগম (৪০)।

হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহমেদ বলেন, পুলিশ সুপার বিধান ত্রিপুরার নির্দেশে হবিগঞ্জকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক ও মাদক উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।