কলাগাছ কাটতে গিয়ে...

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

মাদারীপুরের কালকিনিতে কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোজাম্মেল হোসেন খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

তিনি উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের হোসেন খানের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কৃষক মোজাম্মেল হোসেন তার বাড়ির পাশের একটি বাগানে কলাগাছ কাটতে যান। এ সময় কলাগাছের সঙ্গে জড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে শক লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রমজানপুর ইউনিয়ন পরিষদের ভূমি কর্মকর্তা মো. হানিফ চোকদার বলেন, ওই কৃষক কলাগাছ কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছেন।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।