হবিগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০১:২০ পিএম, ০৭ মে ২০১৮

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, রুবেল আহমেদের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আদালতের পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এর মাঝে ১টি অস্ত্র, ১টি পুলিশ অ্যাসল্ট ও ৩টি দাঙ্গা-হাঙ্গামার। এগুলোর মধ্যে ২টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।