হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০১:২৯ পিএম, ০৭ মে ২০১৮

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেলঘড়ি হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দৌলতপুর গ্রামের অধীর বৈষ্ণব (২৭) ও বসু বৈষ্ণব (৩২)। এতে আহত হয়েছেন কৃষ্ণধন বৈষ্ণব (৩০)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে অধীর, বসু ও কৃষ্ণধন হাওরে ধান কাটছিলেন। এদিকে সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়। দুপুরে হঠাৎ বজ্রপাতে অধীর বৈষ্ণব ও বসু বৈষ্ণব ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় কৃষ্ণধন বৈষ্ণবকে হাওরে থাকা অন্য কৃষকরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।