হাতির অভিমান!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৯ মে ২০১৮

মৌলভীবাজারে একটি মালিকানাধীন হাতি অভিমান করে ঝড় বৃষ্টির মধ্যে ৬ ঘণ্টা ধরে খরস্রোতা মনু নদীতে সাঁতার কাটছে।

হাতির মাহুত আব্দুল্লা জাগো নিউজকে জানান, হাতিটি রাগ করে পানিতে নেমে পড়েছে। হয়তো বেশি হাঁটার কারণে বা অন্য কোনো কারণে বিরক্ত হয়ে রেগে গেছে। তাই ইচ্ছে করেই পানি থেকে উঠছে না।

Molvibazar

তিনি আরও জানান, সিলেট থেকে হাতিটিকে নিয়ে মৌলভীবাজারের জুড়ি যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে হাতিটিকে মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ এলাকায় কলা গাছ খেতে দেন। হাতিটি কলা গাছ খাওয়া অবস্থায় দুপুর ১২টার দিকে হঠাৎ মনু নদীতে নেমে যায়। শত চেষ্টা করেও পাড়ে নিয়ে আসা যাচ্ছে না। কাল বৈশাখী ঝড়, বজ্রপাতের মধ্যেও সে পানি থেকে উঠতে নারাজ। মাঝে মধ্যে পাড়ের খুব কাছে আসলেও আবার নদীতে সাঁতার কাটছে। কখনওবা তীর ঘেঁষে হাটছে।

হাতিটি অভিমান করে প্রথমে নতুন ব্রিজ এলাকায় নামলেও সন্ধ্যা ৬টার দিকে নতুন ব্রিজ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে মিরপুরে অবস্থান করছিল।

রিপন দে/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।