হবিগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীসহ দুইজনের মৃত্যু
ছবি-ফাইল
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় রান্না করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্রী তারিন (১৫)।
সে উপজেলার সুজাতপুর ইউনিয়নের সতমুখা গ্রামের জাহির মিয়ার মেয়ে ও সুজাতপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
অপরদিকে একই উপজেলার দৌলতপুর হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান ওই গ্রামের বাসিন্দা শ্রমিক মিজানুর রহমান (৫২)।
মৃত স্কুলছাত্রীর বাবা জাহির মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে সে বাড়ির আঙিনায় মায়ের সঙ্গে রান্না করছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দৌলতপুর হাওরে ধান কাটতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক মিজানুর রহমান।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম