নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১১ মে ২০১৮
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হচ্ছে- ফকিরদিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১০) ও বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. শহিদুল্লার মেয়ে তাসফিয়া বেগম (০৭)।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ বিয়ষটি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ফকিরদিয়া গ্রামে নানা রহমত আলীর বাড়িতে বেড়াতে এসেছিল তাসফিয়া। দুপুরে জুম্মার নামাজের সময় বাড়ির সবার অজান্তে স্থানীয় লঞ্চ ঘাটের দিকে যায় তাসফিয়া ও ফারজানা। অনেক খোঁজাখুঁজির পর খালে তাদের দুইজনের মরদেহ ভাসমান অবস্থায় পায় স্থানীয়রা।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।