রাজশাহীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৩ মে ২০১৮
প্রতীকী ছবি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ মাজার গেট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে গোদাগাড়ী মডেল থানার পুলিশ পরিদর্শক আলতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে মহাসড়ক পারাপার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী এক যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন রাশিদা। এ নিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।

আবেদনের প্রক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহত রাশিদা বেগম গোদাগাড়ী পৌরসভার সারাংপুর পুলিশপাড়া মহল্লার ইসরাইল হোসেনের স্ত্রী।

ফেরদৌস সিদ্দিকী/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।