নাশকতা মামলায় ঈশ্বরদী যুবদলের সভাপতি গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১৪ মে ২০১৮
ছবি-ফাইল

বিস্ফোরক ও নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ঈশ্বরদী পৌর যুবদলের সভাপতি মোস্তফা নূর-এ-আলম শ্যামলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরের তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী শহরের ফতেহ মোহাম্মদপুর নিউকলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুর-এ-আলম শ্যামল ওই এলাকার রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী মুনসুর আলমের ছেলে।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, আসামি শ্যামল দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। বিএনপি চেয়ারপার্সন গ্রেফতার পর পাকশীর রূপপুরে বিস্ফোরক ও নাশকতা মামলায় তার ওপর ওয়ারেন্ট আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ ফতেহ মোহাম্মদপুর নিউকলোনি রেলওয়ে হাসপাতালের পেছন থেকে তাকে গ্রেফতার করে।

ঈশ্বরদী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, নূর-এ-আলম শ্যামলের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তাকে রোববার রাতে গ্রেফতার করে সোমবার আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।