দামুড়হুদায় স্কুলছাত্রের জবাই করা মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৪ মে ২০১৮
ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শাকিব নামে এক দশম শ্রেণির ছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় দামুড়হুদার ভালাইপুর বাজারের অদূরে কুঠিবাড়ির এক ইপিল বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাকিব সদর ইপজেলার কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ার করিমের ছেলে। সে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ অাদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

দামুড়হুদা থানা পুলিশের ওসি অাকরাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠনো হয়েছে। খুনের কারণ এখনও জানা যায়নি।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।