চুয়াডাঙ্গায় জামায়াতের ৬ নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জামায়াতের ইসলামীর নায়েবে আমিরসহ ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়।
জীবননগর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আনোয়ার হোসেন জানান, উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ২০-২৫ জন গোপন বৈঠক করছে খবর পেয়ে সেখানে ফোর্স নিয়ে অভিযান চালানো হয়।
অভিযানের আগেই বেশ কয়েকজন পালিয়ে যায়। পুলিশ এ সময় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন, অফিস সহকারী গোলাম রসুল, মনোহরপুর ইউনিয়ন জামায়াতের আমির আশাবুল হক মল্লিক, কেডিকে ইউনিয়ন জামায়াতের আমির জান মোহাম্মদ, সীমান্ত ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক ও জামায়াতের রোকন নূরুল হুদাকে গ্রেফতার করা হয়।
সালাউদ্দীন কাজল/এএম/এমএস