বাহরাইনে দেয়াল চাপায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৬ মে ২০১৮

বাহরাইনে দেয়াল চাপায় প্রশান্ত মন্ডল (২২) নামে এক বাংলাদেশি শ্রমিকদের নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে কাজ করার সময় পাকা ভবনের দেয়াল তার ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রশান্ত মন্ডল সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামের অখিল মন্ডলের ছেলে।

প্রশান্তের বাবা অখিল মন্ডল জানান, রোববার সকাল ৯টায় আমার সাথে ওর শেষ কথা হয়। কিন্তু বিকেল ৪টায় আমার ভাই জয় মন্ডল বাহরাইন থেকে ফোন করে জানায়- প্রশান্ত দুর্ঘটনায় মারা গেছে।

তিনি জানান, প্রশান্ত দুই বছর আগে বাইরাইন যায় এবং একটি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি নেয়। দুই সন্তানের মধ্যে প্রশান্ত সবার ছোট। তার মৃত্যুর খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, বিষয়টি শুনেছি। তবে সেটা বিদেশ কি না বা সিরাজদীখানের তা জানি না। নিহতের পরিবার থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমাদের যা করণীয় করবো।

ভবতোষ চৌধুরী নুপুর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।