নাটোরে দুই জেএমবি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:১৯ পিএম, ২২ মে ২০১৮

নাটোরের গুরুদাসপুর থেকে আমীর হামজা ও গোলাম হোসেন ওরফে স্বাধীন নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমীর হামজা নলডাঙ্গা উপজেলার চাঁদপুর পূর্বপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও গোলাম হোসেন ওরফে স্বাধীন লালপুর উপজেলার শিবপুর গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।

নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুরের চন্দ্রপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানকালে একটি কলা বগানে গোপন বৈঠক করা অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আমীর হামজার বিরুদ্ধে নাটোরের নলডাঙ্গা থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আমীর হামজা দীর্ঘ দিন পলাতক ছিল এবং গোপনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।