বিদ্যুৎ গ্রিডে সাপের কাণ্ড!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২২ মে ২০১৮
ছবি-ফাইল

নাটোর শহরের হরিশপুর এলাকায় একটি বিষধর সাপ বিদ্যুৎ লাইনে ঢুকে পড়ায় বিস্ফোরিত হয়ে লণ্ডভণ্ড হয়ে যায় ৩৩ হাজার ভোল্ট গ্রিড লাইনের তার। এতে নাটোর সদর, বাগাতিপাড়া ও নলডাঙ্গাসহ ৭০ হাজার গ্রাহককে প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎ বিহীন থাকতে হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকের এ ঘটনার পর রাত পৌনে ৯টার দিকে লাইন মেরামতের পর বিদুৎ সঞ্চালন স্বাভাবিক হয়।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত জিএম সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বিষধর সাপ সোমবার বিকেলের দিকে হরিশপুর এলাকায় গ্রিড লাইনে উঠে পড়ে। এ সময় এটির নড়াচড়ার কারণে ৩৩ হাজার ভোল্ট গ্রিড লাইনের তার বিস্ফোরিত হলে বেশ কয়েকটি তার পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত মালামাল পর্যাপ্ত না থাকায় জোড়াতালি দিয়ে লাইন মেরামত করতে বিলম্ব হয়েছে। ঘটনার সময় বিষধর সাপটি পুড়ে ছাই হয়ে যায়।

রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।