জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২৭ মে ২০১৮

জয়পুরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে জয়পুরহাট সদর থানায় ১৬ জন, পাঁচবিবি থানায় সাতজন, কালাই থানায় পাঁচজন, আক্কেলপুর থানায় তিনজন ও ক্ষেতলাল থানায় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

রাশেদুজ্জামান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।