প্রেসক্রিপশন দিলো ওয়ার্ডবয়, প্রতিবাদ করায় নার্সদের কর্মবিরতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ৩১ মে ২০১৮

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে এক শিশু রোগীর চিকিৎসার প্রেসক্রিপশন দিলো ওয়ার্ডবয়। এ নিয়ে প্রতিবাদ করায় কর্মবিরতির ডাক দিয়েছেন ওই হাসপাতালের নার্সরা।

গতকাল বুধবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি পালন করে হাসপাতালের নার্সরা।

জানা গেছে, জেলার পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের আব্দুল ওয়দুদের শিশু সন্তান রাফি (৩) জ্বরে আক্রান্ত হলে স্বজনরা তাকে বুধবার রাতে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

রাত ৩টার দিকে শিশুটির বমি বন্ধের জন্য কর্তব্যরত চিকিৎসক প্রেসক্রিপশনে একটি সিরাপ লিখে দেন। ওই প্রেসক্রিপশনটি হারিয়ে গেলে শিশুর বাবা ওয়াদুদ শিশু ওয়ার্ডে এসে ঘটনাটি বললে কর্তব্যরত ওয়ার্ডবয় নোমানুর রহমান নোমান সিরাপের পরিবর্তে ইনজেকশন লিখে দেন।

ওয়াদুদ ওই প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে যাওয়ার পথে তার আত্মীয় জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হেসেন রাজার সঙ্গে দেখা হলে ঘটনা খুলে বলেন।

সিরাপের পরিবর্তে ইনজেকশন লেখা দেখে সন্দেহ হলে জেলা ছাত্রলীগ সভাপতি বিষয়টি হাসাতালের সংশ্লিষ্ট বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ওই ইনজেকশন দেয়া হলে শিশুর মৃত্যু হতে পারে। এমন অপরাধের জন্য ওই ওয়ার্ডবয়কে চড় মারেন জাকারিয়া হোসেন রাজা।

প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতির পালন করে নার্সরা। পরে হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মুসা আল মুনছুর এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে নার্সরা আবার কাজে যোগ দেন।

তবে শনিবারের মধ্যে যদি এর সমাধান না হয় তাহলে আবারও কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার বেলী।

এদিকে, ওয়ার্ড বয়ের এমন খামখেয়ালিপনার কারণে তার শাস্তি না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রোগীদের স্বজনরা। সেই সঙ্গে ওয়ার্ডবয়ের শাস্তিও দাবি করেন তারা।

জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, ইতোপূর্বে হাসাপতালটিতে নানা অব্যবস্থাপনার কারণে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রচার হয়েছে। এরপরও এ ধরনের খামখেয়ালিপনা রোগীদের নিরাপত্তার জন্য বড় হুমকি। এর কোনো শাস্তি না হলে ছাত্র সমাজসহ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুসা আল মুনছুর বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।