কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ পরীক্ষায় আটক ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০১ জুন ২০১৮

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাঁচটি কেন্দ্র থেকে আট পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, সিম, একটি মাস্টার কার্ডসহ কানের একটি সুক্ষ্ম ডিভাইস উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কুড়িগ্রাম পৌর এলাকার সবুজ পাড়ার হায়দার আলী মেয়ে হাবিবা সুলতানা, হাসপাতাল পাড়ার ওয়াহেদ আলীর মেয়ে ওয়ারিন্নাহার, নাজিরা মুন্সি পাড়ার মকবুল হোসেনের মেয়ে মৌসুমী বেগম, নাজিরা কামার পাড়ার ফিকির উদ্দিন মজিবের ছেলে আব্দুর রহিম রাসেল, আব্দুল জলিলের দুই ভাই আব্দুল্লাহ আল ফারুক ও শিবলী নোমান, রাজারহাট উপজেলার চাকিরপশার এলাকার বদিউজ্জামানের মেয়ে ফাতেমা বেগম এবং চিলমারীর বহরের ভিটার জয়নাল আবেদীনের মেয়ে শাহানাজ খাতুন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অসৎ উপায়ে পরীক্ষা দেয়ার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাজমুল হোসাইন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।