মাদারীপুরে ইয়াবাসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৫ জুন ২০১৮

মাদারীপুরের কালকিনিতে দেড় হাজার পিস ইয়াবাসহ মো. নাসির বেপারী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সাহেবরামপুর এলাকার লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার নাসির মুলাদী উপজেলার চরপদ্দা গ্রামের হাসেম বেপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের ওসি কৃপা সিন্ধু বালার নেতৃত্বে এসআই মো. জসিমউদ্দিন, বাবুল বসু, পিএসআই রবিউল, এএসআই ওবায়দুল্লা ও এএসআই রাজকুমারের সহযোগিতায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

এ বিষয়ে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, মাদক ব্যবসায়ী নাসির বেপারী এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা পরিচালনা করে আসছে। সকালে নাসির ঢাকার সদরঘাট থেকে ইয়াবা নিয়ে লঞ্চে আসার সময় সাহেবরামপুরে লঞ্চঘাটে পৌঁছলে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

এ কেএম নাসিরুল হক/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।