মাদকবিরোধী প্রচারণায় ফরিদপুরের ডিসি-এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:১০ পিএম, ০৬ জুন ২০১৮

‘মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সুস্থ ও নিরাপদ থাকুন’ এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুর শহরে মাদকবিরোধী প্রচারণায় নেমেছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

জেলা পুলিশের উদ্যোগে বুধবার বেলা ১১টার দিকে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় মাদকবিরোধী প্রচারণায় অংশ নেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তাফা কামাল, মো. জামাল পাশা, কোতয়ালি থানার ওসি এএফএম নাসিম প্রমুখ।

পরে তারা মুজিব সড়কে চলাচলকারী বিভিন্ন গাড়িতে স্টিকার লাগিয়ে দেন। এছাড়া সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। একইসঙ্গে মাদকের কুফল সম্পর্কে জনগণকে অবহিত করেন।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, মাদকের বিরুদ্ধে ফরিদপুরের প্রশাসন সব সময় কঠোর অবস্থানে রয়েছে। তারপরও কেউ যদি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তাদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ করব। তবে স্বাভাবিক জীবনে ফিরে না এলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।