যাত্রী নিরাপত্তায় পাটুরিয়া ঘাটে ১৫ সিসি টিভি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১০:১১ এএম, ১৩ জুন ২০১৮

যাত্রী নিরাপত্তা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ঠেকাতে সিসি টিভির আওতায় আনা হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাট এলাকা। ঈদকে সামনে রেখে ঘাটের গুরুত্বপূর্ণ ১৫টি পয়েন্টে পুলিশের পক্ষ থেকে এই ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাটুরিয়া পুলিশ কন্ট্রোলরুম থেকে মনিটর করা হচ্ছে পুরো ঘাট।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম জাগো নিউজকে জানান,পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করেন। ঈদের সময় পাটুরিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ব্যাপক চাপ থাকে। এ সুযোগে ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধ সংঘটিত হয়। এসব অপরাধ ঠেকাতে এবং যেকোনো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ঘাটের বিভিন্ন পয়েন্টে ১৫টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর ফলে যাত্রীদের নিরাপত্তা এবং যানবাহনের শৃঙ্খলায় পুলিশ আরো সক্রিয় ভূমিকা রাখতে পারবেন বলে আশা করেন তিনি।

পুলিশের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন পরিবহন চালক ও যাত্রীরা। তারা মনে করেন সিসি টিভির ফলে পুরো ঘাট আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। নিরাপদে ও নির্বিঘ্নে পারাপার হতে পারবেন যাত্রীরা।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।