পাটুরিয়া ঘাটে ছোট গাড়ির চাপ বেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৩ জুন ২০১৮

পাটুরিয়া ফেরি ঘাটে বুধবার সকাল থেকেই যানবাহনের বেশ চাপ রয়েছে। তবে বাসের তুলনায় ছোট গাড়ির চাপ সবচেয়ে বেশি। ঘাটে এক থেকে দেড় ঘণ্টা অপেক্ষার পর মিলছে ফেরি। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপও বাড়ছে।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘাটে ৩ শতাধিক ছোট গাড়ি (প্রাইভেটকার ও মাইক্রোবাস) পারাপারের অপেক্ষায় ছিলো।

বিআইডব্লিউটিসির সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান,সকাল থেকে ঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ফেরি পারের জন্য দীর্ঘ সারিতে যানবাহনগুলো দাঁড়িয়ে থাকলেও কোনো যানজট নেই।

Car

তিনি জানান, যানবাহন পারাপারে ছোট বড় ১৯টি ফেরি নিয়োজিত রয়েছে।

প্রাইভেটকার যাত্রীরা জানান,ফেরি পার হতে রাস্তায় তাদের দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়।

এ দিকে ঘাটের যানজট এড়াতে ছোট গাড়িগুলেকে আলাদা সড়ক ব্যবহারে বাধ্য করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বি এম খোরশেদ/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।