ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৫ জুন ২০১৮

মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় পরাণ শেখ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরাণ শেখ জেলার দৌলতপুর উপজেলার খলসি গ্রামের বানেজ শেখের ছেলে।

হাইওয়ে পুলিশের বরংগাইল ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইয়ামীন উদ দৌলা জানান, পরাণ একজন আরোহী নিয়ে মোটরসাইকেল চালিয়ে পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরাণ মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী। দুর্ঘটনার পর বাস রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যান। মরদেহটি উদ্ধার করে বরংগাইল ফাঁড়িতে আনা হয়েছে বলে তিান জানান।

বি.এম খোরশেদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।