র‌্যালিতে ব্রাজিলের শাড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২১ জুন ২০১৮

মানিকগঞ্জ শহরে বর্ণাঢ্য র‌্যালি করেছেন ব্রাজিল সমর্থকরা। এতে ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মিল্টন ডিএফ কউটিনহ ফিলহ ও বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার শেখ আসলাম অংশ নেন।

বুধবার ব্রাজিল দূতাবাসের কাউন্সিলরসহ অতিথিরা মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা গেটে এলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ শতশত ব্রাজিল সমর্থক নারী-পুরুষ।

বাদ্যের তালে তালে তাদের নিয়ে যাওয়া হয় জেলা স্টেডিয়ামে। সেখানে অগনিত ব্রাজিল ভক্তরা তাদের সঙ্গে সেলফি ও আড্ডায় মেতে ওঠেন। এ সময় ‘ব্রাজিল ব্রাজিল’ বলে স্লোগান দেন সমর্থকরা। ব্রাজিলের পতাকার সবুজ ও হলুদ রঙে মাখামাখি হন সবাই। পরে জেলা ক্রীড়া সংস্থা থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

ব্রাজিল দুতাবাসের কাউন্সিলর মিল্টন ডিএফ কউটিনহ ফিলহ এ সময় সাংবাদিকদের জানান, বাংলাদেশে ব্রাজিলের ফুটবল দলের এত ভক্ত-সমর্থক দেখে তিনি অভিভূত। ব্রাজিল সমর্থকদের উৎসাহ দিতেই দেশের বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন তারা। তিনি আশা করেন এবারো ব্রাজিলই বিশ্বকাপ জিতবে।

বি.এম খোরশেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।