ফেনীতে এক সঙ্গে ৩ কন্যা সন্তান প্রসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২৪ জুন ২০১৮

ফেনীতে এক সঙ্গে ৩টি সন্তান প্রসব করেছেন চুমকি আক্তার নামে এক প্রসূতি। রোববার সকালে শহরের মেডিনোভা হাসপাতালে তিনি ৩টি কন্যা সন্তান জন্ম দেন। মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জানিয়েন হাসপতাাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক মিজানুর রহমান জানান, শনিবার সকালে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের আমির হোসেনের স্ত্রী চুমকি আক্তার হাসপাতালে ভর্তি হয়। সন্তান ধারণের ৩৪ সাপ্তাহ পর ওই দিন সন্ধ্যায় প্রসূতির ব্যাথা শুরু হলে চিকিৎসকরা স্বাভাবিক প্রসবের চেষ্টা করেন। পরে রাতে অপারেশনের মাধ্যমে ৩টি সুস্থ কন্যা সন্তান জন্ম দিয়েছেন চুমকি।

মিজানুর রহমান আরো জানান, প্রতিটি বাচ্চার ওজন ২ কেজির বেশি আছে। হাসপাতাল কর্তৃপক্ষ মা ও নবজাতকের সার্বিক দেখাশোনা করছে বলে জানান তিনি ।

রাশেদুল হাসান/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।