পঞ্চগড়ে যুবদল-স্বেচ্ছাসেবক দলের কমিটি প্রত্যাখ্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ জুন ২০১৮

পঞ্চগড়ে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সদ্যঘোষিত জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি অবৈধ ও ভুয়া বলে দাবি করেছেন। সেই সঙ্গে রোববার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে নেতাকর্মীরা ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার অযোগ্য সন্তানকে পঞ্চগড় বিএনপিতে দাঁড় করে জেলা বিএনপিকে ধ্বংসের নীল নকশা করেছেন। কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের নেতাদের তিনি বাড়িতে ডেকে তালিকা ধরিয়ে দিয়ে নেশাগ্রস্ত, ছিনতাইকারী ও বখাটে ছেলেদের কমিটির মূল দায়িত্বে রেখেছেন।

এর আগে অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলকে আহ্বায়ক করে জেলা যুবদল ও তাজমিনুল ইসলাম তানুকে আহ্বায়ক করে স্বেচ্ছাসেবক দলের একটি কমিটি গঠন করা হয়।

এরপর ৭-৮ বছর অতিবাহিত হয়। বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি থাকার সুযোগে কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা অবৈধ কমিটি গঠনের মাধ্যমে বাণিজ্য শুরু করেছেন। তারা কয়েক দিনের ব্যবধানে ঢাকায় এসি রুমে বসে ৪০-৪৫ জেলা শহরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটির অনুমোদন দেন।

এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে নামহীন, গোত্রহীন ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটির মূল পদে রাখা হয়। আমরা তা প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মেহের আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, ছাত্রনেতা মহিদুল ইসলাম দীপু, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আলম মিঠু, যুগ্ম আহ্বায়ক জাকিরুল ইসলাম জরিফসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।