লক্ষ্মীপুরে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৪ জুন ২০১৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পাঁচ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত কারেন্ট জালেন বাজার মূল্যা প্রায় সাত লাখ টাকা।

রোববার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাটের ৩টি দোকানের গুদাম থেকে জালগুলো জব্দ করা হয়। পরে ওই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জনসম্মুখে জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

লক্ষ্মীপুর কোস্টগার্ডের কমান্ডার হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি গুদাম থেকে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে বিন্ষ্ট করা হয়।

jagonews24

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যন আলতাফ হোসেন হাওলাদার ও দক্ষিণ চরবংশী ইউপির চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী প্রমুখ।

কাজল কায়েস/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।