বৃন্দাবন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ৩০ জুন ২০১৮

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা দেড়টার দিকে হঠাৎ ছাত্রলীগের দুই পক্ষ কলেজের ক্যাম্পাসে লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়। একপক্ষ আরেক পক্ষকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ১০ জন আহত হয়।

বৃন্দাবন কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াছ হোসেন জানান, তারা সবাই ছাত্রলীগের কর্মী। হঠাৎ তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আমার মনে হচ্ছে নতুন শিক্ষার্থীদের কাছে নিজেদের শক্তি প্রদর্শনের জন্যই এমনটি করেছে তারা। অবশ্য বিষয়টি আগে থেকে টের পেয়ে আমরা পুলিশকে অবগত করে রেখেছিলাম।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান জানান, কলেজে নতুন শিক্ষার্থী ভর্তি চলছে। তারাই ভর্তি নিয়ে হয়তো সংঘর্ষে লিপ্ত হয়েছে। আর তারা ছাত্রলীগের নাম ব্যবহার করেছে। ছাত্রলীগের দুর্নাম করার জন্যই এমনটি করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ছাত্রলীগের দুই পক্ষ নতুন শিক্ষার্থীদের নিজেদের শক্তি প্রদর্শনের জন্য ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।