বাগেরহাটে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০১ জুলাই ২০১৮

বাগেরহাট আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি গ্রিল ও তালা কাটার, রাম দা এবং নগদ ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার বিকেলে গ্রেফতাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের বদর আবাসিক হোটেলের পেছনে একটি পরিত্যক্ত জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- জেলার শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে মালেক (৩৫), একই গ্রামের আবুল হাশেম গাজীর ছেলে ফখরুল গাজী (৪৮), আব্দুর রহমান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৩৫), রুহুল আমীন হাওলাদারের ছেলে সহিদুল হাওলাদার (৪১) ও শাহজাহান হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০)।

রোববার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার পংঙ্কজ চন্দ্র রায় এ সব তথ্য জানান।

তিনি বলেন, মোংলা বাজারে একটি রডের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ অভিযান চালায়। এ সময় মোংলা উপজেলা সদরের বদর আবাসিক হোটেলের পেছনে একটি পরিত্যক্ত জায়গা থেকে আন্তজেলা ডাকাত দলের এ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাটসহ বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকান চুরির অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দেয়া হয়েছে। রোববার বিকেলে আদালতে পাঠানো হয়।

শওকত আলী বাবু/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।