‘এরশাদ স্থায়ী হয়নি, হাসিনাও স্থায়ী নয়’
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, শেখ হাসিনার ক্ষমতা যেমন স্থায়ী নয়, খালেদা জিয়ার জেলও তেমন স্থায়ী নয়। আওয়ামী লীগ নির্বাচনী প্রকল্প গ্রহণ করেছে। এটি পার করতে তারা সব রকমের অপকর্ম, খুন-খারাবি, অত্যাচার-নির্যাতন করতে মানসিকভাবে প্রস্তুত। তবে এও ঠিক এরশাদ যেমন স্থায়ী হয়নি, হাসিনার ক্ষমতাও স্থায়ী নয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে সোমবার দুপুরে লক্ষ্মীপুরে প্রতীকী গণঅনশনে তিনি এসব কথা বলেন। শহরের সমসেরাবাদ এলাকায় এ্যানীর বাসভবনে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে এ্যানী বলেন, আন্দোলন করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে। তাদেরকে নির্যাতন ও লাঞ্ছিত করা হচ্ছে। স্বাধীন দেশে এমনটি হতে পারে না।
জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা আবদুল আলীম হুমায়ুন, স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন কবির স্বপন ও ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ।
কাজল কায়েস/আরএআর/এমএস