স্বেচ্ছাশ্রমে তুলশীগঙ্গা নদী পরিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৯ জুলাই ২০১৮

স্বাভাবিক পানি প্রবাহ ফেরাতে নওগাঁয় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে তুলশীগঙ্গা নদী পরিষ্কারে নেমেছে স্থানীয়রা। সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে এই অভিযান শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টা দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

পরিষ্কার অভিযান থেকে স্থানীয়রা জানান, তুলশীগঙ্গা নদীতে দীর্ঘদিন ধরে কচুড়িপানা জমাট বেঁধে থাকায় নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ে। কচুড়িপানাগুলো অপসারণে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছানুল আল মামুনের উদ্যোগে স্থানীয় কয়েকশ বাসিন্দা একত্রিত হয়ে স্বেচ্ছা শ্রমে নদী পরিষ্কারে উদ্বুদ্ধ হোন তারা।

Naogaon-River-Cline-1

আগামী তিন দিনের মধ্যে স্বেচ্ছা শ্রমে ১০ কিলোমিটার নদী পরিষ্কার করা হবে বলে জানায় তারা।

এ সময় পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসতানজিদা পারভিন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান হাসানুল আল মামুনসহ স্থানীয়রা।

আব্বাস আলী/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।