শ্রীমঙ্গলে দুটি লজ্জাবতী বানর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ০৯ জুলাই ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক স্থান থেকে দুটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন। উদ্ধারকৃত বানরের মধ্যে একটি লজ্জাবতী বানরের বিদ্যুৎস্পৃষ্টে বাম হাতের কবজি পুড়ে গেছে।

শ্রীমঙ্গল উপজেলার রামনগর মনিপুরি পাড়ায় একটি বৈদুতিক খুঁটির পাশের গাছ থেকে রোববার রাতে দুটি লজ্জাবতী বানরের একটিকে উদ্ধার করা হয়েছে।

রামনগর গ্রামের ফিটার বুনার্জী জানায়, তাদের বাড়ির পাশে লজ্জাবতী বানরটি একটি গাছে বসে থাকতে দেখেন। পাশেই বিদুত্যের তার ছিল। যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে ভেবে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়া হয়। পরে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বানরটিকে উদ্ধার করে নিয়ে যান।

এদিকে গত শনিবার রাতে স্থানীয়রা উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাম হাতের কবজি পুড়ে গুরুতর আহত অবস্থায় একটি লজ্জাবতী বানরকে মাটিতে পড়ে থাকতে দেখা। পরে তারা বানরটিকে উদ্ধার করে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের লোকজনের হাতে তুলে দেয়।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনে খাদ্য ও বাসস্তানের অভাবে প্রায়ই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। এতে করে বিদ্যুতের, সড়ক দুর্ঘটনাসহ নানা সমস্যার হাতে পড়ে। বন্যপ্রাণীদের টিকিয়ে রাখতে তাদের বাসস্থান সুরক্ষিত করে রাখতে হবে।

বন্যপ্রাণি সেবক ও সংরক্ষক তানিয়া খান জানান, আমরা বারবার বলে আসছি বনে প্রাণিদের খাবারের সংকট এবং বন নষ্ট করা হচ্ছে বলেই প্রাণিরা লোকালয়ে আসছে। কিন্তু এ বিষয়ে কতৃপক্ষ উদাসীন।

রিপন দে/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।