চ্যালেঞ্জ করে ডিবির ভুয়া এএসপিকে ধরল পুলিশ
মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবি পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রতারণার সময় সাজু আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শমশেরনগরের কুলাউড়া সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজু রংপুর জেলার কাউনিয়া থানার রাজিব গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরীর বলেন, চারমাস আগে সাজু আহেমদ পায়েল ডিবির এএসপি পরিচয় দিয়ে একটি সিএনজি ভাড়া করে ড্রাইভারের মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। সোমবার একইভাবে নিজেকে ডিবির এএসপি পরিচয় দিয়ে ওই ড্রাইভারকে ভাড়া করতে চাইলে পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়। আমরা ঘটনাস্থলে এসে তাকে চ্যালেঞ্জ করি। তখন বিষয়টি স্বীকার করে সাজু। এরপর তাকে গ্রেফতার করা হয়।
কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বলেন, প্রতারক সাজুর বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানা, বড়লেখা থানা, চট্টগ্রাম ও রংপুরে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রিপন দে/এএম/পিআর