লক্ষ্মীপুরে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ১১ জুলাই ২০১৮

লক্ষ্মীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইসহাক সরকারের মুক্তির দাবিতে ছাত্রদল আয়োজিত মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সোহেলকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার দুপুরে শহরের হাসপাতাল ও গোডাউন রোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাড়ির সামনে ঝুলানো বেশ কয়েকটি দলীয় ফেস্টুন ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়া ও ইসহাক সরকারের মুক্তির দাবিতে শহরের পুরাতন আদালত সড়ক থেকে মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি হাসপাতাল সড়কে পৌঁছালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে ছাত্রদল নেতা মুকিতকে ধরে মারধর করে পুলিশে দেয় তারা। এ সময় হামলায় পৌর ছাত্রদলের সদস্য মো. নাঈম আহত হন। একপর্যায়ে ছাত্রলীগ মিছিল নিয়ে বিএনপি নেতা এ্যানীর গোডাউন রোডের বাড়ির সামনে ঝুলানো বেশ কয়েকটি ফেস্টুন ভাঙচুর করে। তখন এ্যানী বাসায় ছিলেন না।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উসকানিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। এ সময় কয়েকজন নেতাকর্মীকে মারধর করে আহত করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই।

অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, কোটা সংস্কারের আন্দোলনের নামে ছাত্রদল-শিবির বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে এ্যানী চৌধুরীর বাড়িতে গিয়েছি। সেখানে কয়েকটি ফেস্টুন পড়ে থাকতে দেখা যায়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, বিশৃঙ্খলার চেষ্টাকালে ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

কাজল কায়েস/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।