১৬ লাখ টাকার রুপা ও এয়ারগান উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১৫ জুলাই ২০১৮

সাতক্ষীরায় পরিত্যক্ত অবস্থায় ২৫ কেজি রুপা ও একটি এয়ারগান উদ্ধার করেছে বিজিবি। শনিবার রাতে সদরের কুশখালি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর তরহমান বলেন, বিজিবি সদস্যরা অভিযান পরিচালনাকালে রাতে সদরের কুশখালি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি ৯৫০ গ্রাম রুপা ও একটি এয়ারগান উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত রুপার বাজারমূল্য ১৬ লাখ ৪ হাজার ২৯৫ টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আকরামুল ইসলাম/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।