হাসপাতালে ভর্তি করা হয়েছে আনোয়ারা বেগমকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৫ জুলাই ২০১৮

টাকার অভাবে চিকিৎসা না হওয়া সেই আনোয়ারা বেগমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সদর হাসপাতালের ৩নং ওয়ার্ডের ২নং বেডে চিকিৎসাধীন রয়েছেন আনোয়ারা বেগম।

আনোয়ারা বেগম সাতক্ষীরা সদর ইউনিয়ন পরিষদের কাঠমিস্ত্রী আক্কাস আলী শেখের স্ত্রী। গত তিন মাস যাবৎ তিনি পেটের ব্যাথায় ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসক দেখিয়েও সঠিক কোনো রোগ নির্ণয় করতে পারেননি।

সম্প্রতি সাতক্ষীরার একজন চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র দেখে জানান, আনোয়ারা বেগমের খাদ্যনালীতে পাথর জমেছে। অপারেশন করে সুস্থ করা সম্ভব। এসব কথা জাগো নিউজকে জানান আক্কাস আলী।

তিনি আরও বলেন, তিন মাসে স্ত্রীর পেছনে গচ্ছিত সব টাকাই খরচ হয়ে গেছে। বর্তমানে অপারেশন করানোর মতোও কোনো টাকা বা সম্পদ অবশিষ্ট নেই। স্ত্রীকে চিকিৎসা করানোর জন্য মানুষের কাছে ঘুরতে ঘুরতে সাহায্য চান জাগো নিউজের সাতক্ষীরা প্রতিনিধির কাছে। হৃদয়বান মানুষের সহযোগিতাও কামনা করেন তিনি।

সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন মো. তাওহিদুর রহমান বলেন, অসহায় মানুষ হিসেবে আনোয়ারা বেগমকে হাসপাতাল থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে যে ওষুধগুলো সরকারিভাবে সরবরাহ নেই সেগুলো বাইরে থেকে কিনতে হবে। সেজন্য কিছু টাকার প্রয়োজন। তাছাড়া রোগীকে পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট দেখে বিস্তারিত জানা যাবে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।