খাগড়াছড়িতে দুই বাঙালি সংগঠনের ৮ দফা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৯ জুলাই ২০১৮

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার অপহৃত তিন বাঙালি যুবককে উদ্ধারসহ পাহাড়ে চাঁদাবাজি, গুম, খুন বন্ধের দাবি জানিয়েছে স্থানীয় পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য অধিকার ফোরামের চেয়ারম্যান মো. মাঈন উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ছয় বছরে বিভিন্ন পেশার ২৮ জন বাঙালিকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে অনেকের মরদেহ পাওয়া গেলেও বাকিদের এখনো খোঁজ মিলেনি।

এ সময় খাগড়াছড়ির মাটিরাঙ্গার অপহৃত তিন বাঙালি যুবককে উদ্ধার, অপহৃত ২৮ পরিবার ও সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেয়া এবং পানছড়ি বাজার চালুসহ আট দফা দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবার (২৪ জুলাই) খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, যুগ্ম সম্পাদক মো. জাহিদুল ইসলাম, মো. রবিউল হোসেন প্রমুখ।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।