হবিগঞ্জে কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২১ জুলাই ২০১৮

হবিগঞ্জ জেলা কারাগারে মনির হোসেন (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে অসুস্থ হয়ে তিনি মারা যান।

মনির হোসেন (২৭) ব্রহ্মণবাড়িয়া জেলার ঘাটুরা এলাকার আব্দুস শহীদের ছেলে। তিনি একটি চুরির মামলায় ১৭ জুলাই থেকে কারাগারে ছিলেন।

জেলা কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার হোসেন জানান, ১৬ জুলাই চুরি করতে গিয়ে চুনারুঘাটে তিনি জনতার হাতে আটক হন। জনতা গণধোলাই দিয়ে তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পুলিশ আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে তাকে চিকিৎসা দেয়। ১৭ জুলাই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠালে শনিবার ভোরে হঠাৎ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিথুন রায় জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।