বঙ্গোপসাগরে আরেকটি ট্রলার ডুবে ১৯ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২১ জুলাই ২০১৮

বঙ্গোপসাগরের চালনা এলাকায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে আরেকটি ট্রলার ডুবে ১৯ জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার সকালে ১৯ জেলেসহ এফবি অর্ক নামের এ মাছ ধরার ট্রলার ডুবে যায়।

নিখোঁজ জেলেদের মধ্যে দুলাল মাঝি (৫৫), মিন্টু (৩৫), আইউব আলী (৪০), ছিদ্দিক (৩০), নাসির (৩২), রুবেল (২৫), সোলায়মান (৪০), রাহাত (২০), মনির (২৫), সফিক (৩০), হাকিম (৩২), কাশেম (৩৮) ও মোতালেবের (৪০) নাম জানা গেছে। তাদের সবার বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ডুবে যাওয়া ট্রলারের মালিক আশুতোষ সরকার জানান, গত বুধবার (১৮ জুলাই) সকালে বরগুনা লঞ্চঘাট থেকে তার ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। শনিবার সকালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে তার ট্রলারটি ডুবে যায়। সমুদ্র উত্তাল থাকায় ঘটনাস্থলের কাছাকাছি থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করতে পারেনি।

এর আগে শনিবার সকালে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের একটি মাছ ধরার ট্রলার ১৭ জেলেসহ ডুবে যায়। এ ঘটনায় ১৬ জেলেকে উদ্ধার করলেও ওই ট্রলারের বাবুর্চি আমিরুল এখনও নিখোঁজ রয়েছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে একাধিক মাছ ধরার ট্রলার উদ্ধার অভিযান চালায়। এ ঘটনায় ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, সকালে এফবি অর্ক নামের আরেকটি মাছ ধরার ট্রলার ডুবে ১৯ জন নিখোঁজ হন। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

সাইফুল ইসলাম মিরাজ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।