কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২১ জুলাই ২০১৮

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক কলেজছাত্রকে আটকে রেখে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার রাধাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার বটতলী বাজার কচুলতীহাটি এলাকার সঞ্জিত কুমারের ছেলে বিশাল কুমার (২৪), রংপুরের কোতোয়ালি থানার সদর হাসপাতাল এলাকার স্বাধীন চন্দ্রের ছেলে সুভাষ চন্দ্র (২২) ও সুধীর বাসফোর ছেলে রানা বাসফোর (২৪)।

পাঁচবিবি থানা পুলিশের ওসি ফরিদ হোসেন জানান, উপজেলার আটুল গ্রামের আমিনুল ইসলামের ছেলে আহসান হাবিব মহিপুর হাজী মহসীন সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আহসান প্রাইভেট পড়তে পাঁচবিবি পৌর শহরের বড়মানিক এলকায় যাচ্ছিল।

মাতাইশ মঞ্জিল এলাকার খেলাঘর ক্লাবের কাছে পৌঁছালে আহসানকে অপহরণ করে ভ্যানযোগে রাধাবাড়ি এলাকার একটি কলাবাগানে আটকে রেখে বিকাশে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তিন যুবক।

অপহরণকারীদের চাপে আহসান নিজের মোবাইল দিয়ে তার বাবাকে ১০ হাজার টাকা দিতে বলে এবং টাকা না দিলে অপহরণকারীরা তাকে হত্যা করবে বলে জানায়। ঘটনাটি পাঁচবিবি থানায় জানালে শনিবার বিকেলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে অপহরণ মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

রাশেদুজ্জামান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।