মংলায় অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
বাগেরহাটের মংলার পশুরনদীর পিকনিক কর্নার এলাকা থেকে মুজিবর রহমান (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ৫টি পাইপগানসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর-উপপরিচালক একেএম শাহরিয়ার বলেন, সোমবার রাতে পশুরনদীর পিকনিক কর্নার এলাকায় এক অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে এমন খবরে র্যাবের একটি দল অভিযান চালায়।
ঘটনাস্থলে র্যাবের দলটি পৌঁছালে অস্ত্র ব্যবসায়ী মুজিবর দৌড়ে পালানোর সময়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি পাইপগান, ১টি লোহা কাটার মেশিন, ৪টি লোহা কাটার ব্লেড, ১টি স্যান্ডপেপারসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা একেএম শাহরিয়ার বলেন, মুজিবর রহমান দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দিয়ে উদ্ধারকৃত মালামালসহ মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
শওকত আলী বাবু/এএম/আরআইপি