কুয়াকাটায় সমুদ্রে নেমে পর্যটক নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৫ জুলাই ২০১৮
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে গোসল করতে নেমে সোহাগ (৩০) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরে সমুদ্র সৈকত কুয়াকাটায় এ ঘটনা ঘটে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান জানান, দুপুরে সোহাগ তার দুই সহকর্মী সোহাগ (২০) ও মহসিনকে (২০) নিয়ে সমুদ্রে গোসলে নামেন। তারা আধাঘণ্টা পরে সোহাগকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। এ সময় প্রবল স্রোতের তোড়ে আরেক সোহাগ (২০) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

নিখোঁজ যুবকসহ সবাই কুয়াকাটার একটি কনস্ট্রাকশন ফার্মে কর্মরত রয়েছেন। সবাই ঢাকার সাভারের আশুলিয়া জামগড়া এলাকার বাসিন্দা। ইতোমধ্যে নিখোঁজ পর্যটককে উদ্ধার করতে নৌযান নিয়ে অভিযান চালানো হচ্ছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।